গাইবান্ধায় বিদ্যুতের অসনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  24-05-2017 09:47PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও চাল-ডাল-চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। কমিউনিস্ট পাট্র্ িগাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে।

গাইবান্ধা শহরের ১নং ট্রাফিক মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমূখ। বক্তারা বলেন, বিদ্যুতের অসনীয় লোডশেডিং-এ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই সরকার বিদেশ থেকে কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা খরচ করেও বিদ্যুতের লোডশেডিং কমাতে পারেনি।

এই ব্যর্থতার দায় নিয়ে অবিলন্বে বিদ্যুত মন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। তারা আরও বলেন, ১০ টাকায় চাল দেবে বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকার ক্ষমতায় এসে এখন চালের কেজি ৪৫ টাকা হয়েছে। এছাড়া সামনে রমজান মাসকে ঘিরে অসাধু ব্যবসায়ীরা সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন বাড়িয়ে দিচ্ছে। তারা অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবী জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন