মেহেরপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

  25-05-2017 12:52PM


পিএনএস, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে কামাল হোসেন নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ষোলটাকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন ষোলটাকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন। তিনি একই গ্রামের আব্দুস সাত্তার জোয়ারদারের ছেলে।

এর আগে কামাল হোসেনের ভাই কফিল উদ্দিনকে কুপিয়ে আহত করা হয়। বর্তমানে তিনি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

কফিল উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে নিহত তাদের বড়ভাই আব্দুল হান্নানের জামাতা মাজেদুল হক ৬-৭ জনের একটি দল নিয়ে প্রথমে তার (কফিল উদ্দিন) ওপর হামলা চালায়। কফিল উদ্দিনকে কুপিয়ে জখম করে চলে যাওয়ার সময় গ্রামের রাস্তায় কামাল হোসেনকে পেয়ে এলাপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কামাল হোসেন মারা যান।

গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, দুই পক্ষ আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করেন তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন