আদমদীঘিতে পুকুর থেকে বৃদ্ধার ভাসমান লাশ

  27-05-2017 06:24PM

পিএনএস, আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির বশিকোড়া গ্রামে আমেনা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নিখোঁজের ১৪ ঘন্টা পর বাড়ীর পার্শ্বে একটি পুকুরের পানি থেকে ভাসমান লাশ পুলিশ শনিবার উদ্ধার করে বগুড়া মর্গে প্রেরন করেছে।

সে পানিতে ডুবে নাকি কেউ হত্যা করে পুকুরে ফেলে রেখে যায়। এনিয়ে নানা প্রশ্ন উঠেছে। নিহত আমেনা বেগম বশিকোড়া শাহপাড়ার মছির উদ্দিনের স্ত্রী ও ৬ সন্তানের জননী। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, বৃদ্ধার মৃত্যুটি রহস্যজনক বলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে মৃতুর রহস্য জানা যাবে। আমেনা বেগম শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজখুঁজি করেও কোন সন্ধান পাননি। প্রায় ১৪ ঘন্টা পর পরদিন শনিবার বেলা ৯টায় জনৈক ব্যক্তি বাড়ীর পার্শ্বের একটি পুকুরের পানিতে আমেনার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন