আদমদীঘিতে ছুরিকাঘাতে যুবক আহত, গ্রেফতার ৩

  27-05-2017 07:17PM

পিএনএস, আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির বাগবাড়ী গ্রামে মিলাদ মাহফিলের সন্নিকটে বিকট শব্দে গান বাজাতে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফরহাদ আহম্মেদ (২৮) নামের এক যুবককে আহত করা হয়েছে। তাকে মূমূর্ষ অবস্থায় নওগাঁ সদর ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরহাদ আহম্মেদ আদমদীঘির বাগবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে শনিবার আদমদীঘি থানায় আহতের বাবা নজরুল ইসলাম বাদি হয়ে একই গ্রামের পিতা-পুত্রসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ এজাহাভুক্ত আসামী আমজাদ হোসেন (৫০) তার ছেলে ইদ্রিছ আলী (১৯) ও নিরব হোসেন (১৫) কে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় বাগবাড়ী গ্রামের দক্ষিন পাড়ায় নজরুল ইসলামের বাড়িতে মিলাদ মাহফিল চলছিল। পার্শ্বেই আসামীরা ডেক্্র সেডে বিকট শব্দে গান বাজাচ্ছিল। এ সময় নজরুল ইসলামের ছেলে ফরহাদ আহম্মেদ বাঁধা দিলে বাকবিতন্ডার এক পর্যায়ে আসামীরা ফরহাদ কে ছুরিকাঘাত করে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন