ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

  27-05-2017 08:40PM

পিএনএস, ডিমলা নীলফামারী প্রতিনিধি : ডিমলায় বন্যায় ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ মে উপজেলার টেপাখড়িবাড়ী খালিশা চাপানী ইউনিয়নের বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ১২৬ টি পরিবারের মাঝে পরিবার প্রতি ১ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৬৮ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুস্থিত হয়। আলোচনা শেষে ঢেউটিন ও অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন নীলফামারী-১ এর সাংসদ বীরমুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম, অফিস সহকারী বাবু কৃষ্ণ কান্ত রায়, ডিমলা থানার ওসি তদন্ত মোঃ মোফিজ উদ্দিন শেখ, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম শাহিন, ইউপি সদস্য মোঃ গোলাম রব্বানী সহ স্থানীয় সুধীজন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন