উখিয়ার বিভিন্ন স্থানে খাবার পানির তীব্র সংকট

  28-05-2017 12:28AM

পিএনএস, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : খাল, বিল, জলাশয়, পুকুর শুকিয়ে যাওয়ার কারণে বাসা বাড়িতে ব্যবহৃত অধিকাংশ নলকূপ পানি শূণ্য হয়ে পড়েছে। ফলে উখিয়ার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র খাবার পানি সংকট। কৃষি কর্মকর্তার তথ্য মতে সেচ পাম্পের দ্বারা মাটির গভীর থেকে পানি উত্তোলনের ফলে বসতবাড়ির ব্যবহৃত নলকূপে পানি পাওয়া যাচ্ছে না ।এছাড়াও অনাবৃষ্টি ও তাপমাত্রা বৃদ্ধির কারণে এ অবস্থার সৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলে পানির অভাব স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশ্বস্ত করেন।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, ২০১৫ সালের জরিপ মতে এ উপজেলার ৫টি ইউনিয়নে মোট পরিবারের সংখ্যা ৪২ হাজার ৭২৫টি। হতদরিদ্র ৫ শতাধিক পরিবার ছাড়া বাকী সবকটি পরিবারে টিউবওয়েল রয়েছে। যা দিয়ে গৃহিনীরা খাবার পানি সংকট দূরীকরণ ও নিত্য প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করে থাকেন। চলতি শুষ্ক মৌসুমে বোরো চাষের গভীর-অগভীর নলকূপের সাহায্যে ধারাবাহিক পানি উত্তোলনের ফলে উপজেলার দুই-তৃতীয়াংশ নলকূপে পানি উঠছে না। তিনি বলেন, পানির স্তর আশংকা জনক ভাবে নিচে নেমে যাওয়ার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম জানান, চলতি বোরো মৌসুমে ২০২৭টি সেচ পাম্প ও ৩৫৫টি এলএলবি সেচ পাম্পের মাধ্যমে বোরো চাষাবাদসহ শাক-সবজ্বি চাষাবাদে পানি সরবরাহ দেওয়া হচ্ছে। অপরদিকে হাওড় বিল, জলাশয় সহ উপজেলার প্রায় ১৩টি খাল শুকিয়ে যাওয়ার কারণে পানির স্তর আশংকা জনক ভাবে নিচে নেমে গেছে। যার ফলে বাসা বাড়ির ব্যবহৃত নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান, এ ইউনিয়নের উপকূলে ভূ-গর্ভে পাথর বিদ্ধমান থাকার কারণে টিউবওয়েল বসানো যায় না। ফলে এখানকার মানুষ স্বাভাবিগতভাবে পাতকূয়া অথবা পুকুরের পানি ব্যবহার করে থাকেন। যার ফলে চলতি শুষ্ক মৌসুমে উপকূলে ঘরে ঘরে খাবার পানি সংকট দেখা দিয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার বাবু সুব্রত কুমার বড়ুয়া জানান, এ উপজেলার ৭৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ৫০টি টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে। যে কারণে ছাত্রছাত্রীদের খাবার পানি নিয়ে বিপাকে পড়তে হয়েছে। শিক্ষার্থীরা জানান, তাদেরকে স্কুলে আসার সময় পানীয় জলের বোতল সঙ্গে করে নিয়ে আসতে হয়। নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী অধ্যূষিত তেলখোলা ও মোছার খোলা গ্রামের হেডম্যান বাউনো চাকমা জানান এখানকার উপজাতি পরিবার গুলো অধিকাংশ হতদরিদ্র বিধায় তারা নলকূপ স্থাপন করতে পারেনি। পুকুর, জলাশয় ও খালের পানির দিয়ে তারা জীবন ধারণ করছে।

স্থানীয় চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী এঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলা পরিষদ থেকে চাহিদা মত টিউবওয়েল পাওয়া যাচ্ছে না বিধায় ওই সব এলাকায় নলকূপ সরবরাহের সংখ্যা অতি নগন্য।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন