স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

  29-05-2017 04:48PM

পিএনএস ডেস্ক : রাজবাড়ীতে স্ত্রীর উপর অভিমান করে আকতার সরকার (৩০) নামে এক নসিমন চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (২৯ মে) দুপুর ১২টার দিকে জেলা সদরের খানখানাপুর ইউনিয়নের উজান খানখানাপুর গ্রামের নিজ বাড়ি থেকে আকতারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

আকতার উজান খানখানাপুর গ্রামের মজিবার সরকার ওরফে মজুর ছেলে। তিনি আফরোজা (৪) ও আফাত (২ মাস) নামে দুই সন্তানের জনক ছিলেন।

নিহতের প্রতিবেশী নুসরাত জাহান ইভা বলেন, আকতার শেখের স্ত্রী রুপা বেগম আকতারের অজান্তে বিভিন্ন এনজিও থেকে লোন ও বিভিন্ন মানুষের কাছ থেকে ধার নিয়ে পাঁচ লাখ টাকা তার পরিবারের সদস্যদের দেন। বিষয়টি আকতার জানতে পারলে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে দীর্ঘদিন তাদের মধ্যে ঝগড়া চলছিলো।

একপর্যায়ে রবিবার (২৮ মে) সকালে তার স্ত্রী রাগ করে বাবার বাড়িতে চলে যান। ওইদিন বিকেলে আকতার তার স্ত্রীকে আনার জন্য শ্বশুড়বাড়িতে যান। এসময় তার স্ত্রী স্থানীয় লোকজন দিয়ে আকতারকে অনেক অপমান করে তাড়িয়ে দেন। অপমান সহ্য করতে না পেরে স্ত্রীর উপর অভিমান করে সোমবার (২৯ মে) ভোর ৫ টার দিকে আকতার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

বিষয়টি আকতারের মা-বাবা দেখতে পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন সেখানে গিয়ে পুলিশকে খবর দেন।

স্ত্রীর উপর অভিমান করে আকতারের আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এস আই) সোলাইমান কাজী বলেন, দুপুর ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।


পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন