পর্যটকদের সরিয়ে নেয়া হচ্ছে

  29-05-2017 09:20PM

পিএনএস ডেস্ক : ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে কক্সবাজারের সুমদ্র সৈকত থেকে পর্যটকদের সরিয়ে নিচ্ছে পর্যটক পুলিশ। আর পর্যটকদের সতর্ক করে সেখানকার হোটেল-মোটেলসহ নিরাপদ আশ্রয়ে থাকার জন্য মাইকিং করা হচ্ছে। এছাড়া ঘূর্ণিঝড় আঘাত হানার পর করণীয় নির্ধারণ করে রেখেছে পুলিশ।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের এএসপি রায়হান কাজেমি সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান।

তিনি বলেন, অনেক পর্যটক আছেন বিষয়টি অ্যাডভেঞ্চার হিসেবে নেন, যা ঠিক নয়। কারণ একটি মৃত্যু সারা জীবনের কান্না। তাই আবহাওয়া অনুযায়ী তাদের ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ‘সাত’ নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে ‘১০ নম্বর মহাবিপদ সংকেত’ দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া পায়রা ও মংলা বন্দরকে ‘৫’ নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে ‘৮’ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত আবহাওয়া অধিদফতরের বিশেষ বুলেটিনেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন