টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটে ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ

  19-06-2017 12:59PM


পিএনএস, গাজীপুর: তীব্র যানজটে পড়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়ক। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ঈদে ঘরমুখো মানুষ। মহাসড়ক দিয়ে ঢাকার দিকে হালকা যানবাহন চলছে। তবে টাঙ্গাইলের দিকে রবিবার রাত থেকে যানবাহন থমকে আছে।

সোমবার সকাল নাগাদ মহাসড়কের গাজীপুর কোনাবাড়ি থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার যানজট লক্ষ্য করা গেছে।

দেড় ঘণ্টার পথ পারি দিতে সময় লাগছে ১০-১৫ ঘণ্টা। গত কয়েকদিনের ধারাবাহিকতায় ভোগান্তি আরো চরম আকার ধারণ করছে।

ঢাকা থেকে রাজশাহীগামী এক যাত্রী বলেন, রাত ১২টায় গাবতলী থেকে বাসে উঠেছি এখন সকাল ৮টা অথচ বঙ্গবন্ধু সেতু পার হতে পারলাম না। রাস্তায় কি কারণে এবং কোথায় যানজট বেশি পেয়েছেন জিজ্ঞাসা করলে তিনি আরো বলেন অধিকাংশ স্থানে যানজট প্রশাসনিক অব্যবস্থাপনার জন্য।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন, ‘রাত থেকে বৃষ্টি হচ্ছিল। এ কারণে মহাসড়কে যানবাহনের গতি খুবই কম ছিল। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন