সরাইলে বন্ধুক যুদ্ধে নিহত ১ আহত ৫

  19-06-2017 10:16PM

পিএনএস, সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বন্ধুক যুদ্ধে একজন নিহত ৫জন আহত হয়েছে। সরাইল থানা পুলিশ গতকাল রবিবার গভীর রাএে গোপন সংবাদ ভিত্তিত্বে সরাইল এলাকায় ঢাকা – সিলেট মহাসড়কের বেড়তলা নামক স্থানে ডাকতরা ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতরা পুলিশে উপস্থিতি টেরপেয়ে পুলিশকে লক্ষ করে এলোপাতারী বন্ধুকের গুলি ছুড়তে থাকে ।

এসময় সরাইল থানার ওসি রূপক কুমার সাহা ও তার সঙ্গীয পোসর্রা ডাকাতদের লক্ষ করে পাল্টা গুলি ছোড়লে একজন ডাকাত গুরতর আহত হয়ে পড়ে যায়।এসময় অন্য ডাকাতরা পালিয়ে যায়।আহত ডাকাতকেসদর হাসপাতালে নেয়া হলে কতর্যরত চিাকৎসক তাকে মৃত ঘোষনা করেন। বন্ধুক যুদ্ধে সরাইল থানার এস আইসহ দুইজন আহত হয়েছে।বন্ধুক যুদ্ধে নিহত ডাকাত সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়ার শ্রীডুবা গ্রামের তাজুল ইসলামের ছেলে সেলিম মিয়া(৩২)

নিহত ডাকাত সেলিমের বিরুদ্ধে সরাইল থানা বিভিন্ন অপরাদেও ৯টি মামলা রয়েছে।।বন্ধুক যুদ্ধে আহতরা ব্যাক্তিরা হলো এস আই শেখ ফরিদ, এস আই আব্দুল করিম, কন্সেটেবল মো: আশরাফ উদ্দিন, মো:জহিরুল ইসলাম,মো: শাহাদাত হোসেন । তাদেরকে সরাইল হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন