গাড়ির চাপ বাড়ছে পাটুরিয়ায়

  23-06-2017 08:56AM


পিএনএস, মানিকগঞ্জ: ঈদের ছুটিতে ঢাকা বাড়ি ফিরছে মানুষ। দেশের মহাসড়কগুলোতে কমবেশি সবখানেই জ্যাম লেগে থাকছে।

আবার কোথাও কোথাও গাড়ির ধীরগতি। তবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে বেশকিছু গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।

শুক্রবার সকালে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বাড়ছে। ভোরে গাবতলী থেকে যেসব বাস ছেড়ে গেছে সেগুলোধীরে ধীরে পাড় হচ্ছে। ঈদ উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ১৬টি ফেরি চলাচল করছে। যে কারণে তেমন যানজটে পড়তে হচ্ছে না এসব ঘরে ফেরা মানুষের। তবে সকাল ১০ টা থেকে পাটুরিয়া ঘাটে যানজট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম জানান, সকালে ঘাট এলাকা ফাঁকা থাকায় গাড়িগুলোকে অপেক্ষা করতে হচ্ছে না। তবে সকাল ১০ টার পর গাড়ির চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। তারপরেও আমরা চেষ্টা করছি ঘাট এলাকায় যানজট সহনীয় পর্যায়ে রাখার।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন