মনপুরায় আড়াই কেজি ওজনের রাজা ইলিশ

  24-06-2017 10:50AM

পিএনএস, ভোলা: ভোলা জেলার মনপুরা উপজেলায় জেলেদের জালে ধরা পড়ল আড়াই কেজি ওজনের রাজা ইলিশ। হাজিরহাট ইউনিয়নের পশ্চিম পাশের মেঘনায় সবুজ মাঝির জালে এই রাজা ইলিশ ধরা পড়ে।

শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার হাজিরহাট মৎস্য ঘাটে আবদুল মতিন মাতাব্বরের আড়তে এই রাজা ইলিশ মাছটি ৩৮০০ শত টাকায় বিক্রি হয়।

আড়তদার আবদুল মতিন মাতাব্বর জানান, আড়তের সবুজ মাঝি বিকেলে ইলিশ মাছটি নিয়ে আসলে উৎসুক জনতার ভিড় জমে। মাছটি তার গদি ঘরের কোল্ডস্টোরে আছে। তবে ইলিশ মাছটি বিক্রি করবেন কিনা এখন সিদ্ধান্ত নেননি।

প্রসঙ্গত, গত বছর রামনেওয়াজ মৎস্য জেলেদের জালে সাড়ে তিন কেজি ওজনের রাজা ইলিশ ধরা পড়ে। পরে কোরবান আলী নামের এক ব্যক্তি রাজা ইলিশটি ক্রয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন