সীমান্তে মসজিদ-মাদ্রাসায় বিএসএফের উদ্বেগ

  26-06-2017 06:57AM

পিএনএস ডেস্ক: রাজস্থানে ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় মসজিদ ও মাদ্রাসা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রাজস্থানে বিএসএফের ডিজি কে কে শর্মা জানিয়েছেন, গত দশ বছরে আমরা লক্ষ্য করেছি ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় মসজিদ ও মাদ্রাসার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। ওইসব মসজিদ ও মাদ্রাসার বিরুদ্ধে বিএসএফ কোনো ব্যবস্থা নিতে পারে না। আমরা খবরটা শুধুমাত্র রাজ্য প্রশাসনকে পাঠিয়ে দিতে পারি।

সীমান্ত অঞ্চলে গড়ে ওঠা মাদ্রাসাগুলোতে পড়াতে আসা শিক্ষকদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কে কে শর্মা। তিনি বলেন, এইসব মাদ্রাসায় যারা পড়াতে আসেন তারা এ রাজ্যের কেউ নয়। এদের হাত ধরে সীমান্ত এলাকার খবরাখবর বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জয়পুরে একটি সংবাদপত্র আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন কে কে শর্মা।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন