চোরাকারবারীদের ধরতে গিয়ে তিস্তায় নিখোঁজ বিজিবি'র ল্যান্স নায়েক

  27-06-2017 10:37AM


পিএনএস, লালমনিরহাট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় চোরাকারবারীদের ধরতে গিয়ে তিস্তায় নিখোঁজ হয়েছেন বিজিবি'র ল্যান্স নায়েক সুমন মিয়া।

মঙ্গলবার রাত ২টার দিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আবুলের চর সীমান্তের ৬/৩ এস নং পিলার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিখোঁজ সুমন মিয়া বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পের ল্যান্স নায়েক। সে হবিগঞ্জ জেলার বাসিন্দা।

এ বিষয়ে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল গোলাম মোরশেদ জানান, দহগ্রাম ক্যাম্পের ল্যান্স নায়েক সুমন মিয়ার নেতৃত্বে ৪ সদস্যের একটি টহল দল গরু পাচারকারীদের ধরতে তিস্তা নদীর চরে অভিযান চালান। এ সময় আবুলের চর ৬/৩ এস সীমানা পিলার এলাকায় তিস্তা নদীতে ভেসে যান সুমন মিয়া। এরপর তার কোন খোঁজ এখনো পাওয়া যায়নি। তাকে উদ্ধার করার সব চেষ্টা চলছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন