খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফকর্মী আটক

  27-06-2017 11:54AM


পিএনএস, খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি থেকে নিরাপত্তা বাহিনীর অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সন্ত্রাসী প্রীতি বিকাশ চাকমা ওরফে বসু চাকমাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) ভোর রাতে তাকে আটক করা হয় বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল, ৮ রাউন্ড গুলি, মিয়ানমার আর্মির একটি কম্ব্যাট জ্যাকেট, দুটি মোবাইল, চাঁদা আদায়ের ২০টি রশিদ বই ও একটি নোট বুক উদ্ধার করা হয়েছে। আটক প্রীতি চাকমা ইউপিডিএফ এর মহালছড়ি উপজেলা শাখার 'অর্থসচিব' বলে জানা গেছে।

খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৪-৫ সন্ত্রাসী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৩টার দিকে মহালছড়ি জোনের একটি টহল দল উপজেলার মাইসছড়ির নোয়া পাড়ায় অভিযান চালায়। এ সময় প্রীতি বিকাশ চাকমাকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়। প্রীতি বিকাশ চাকমাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন