তিস্তায় নিখোঁজ বিজিবি'র ল্যান্স নায়েকের লাশ উদ্ধার

  28-06-2017 12:29PM


পিএনএস, লালমনিরহাট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় চোরাকারবারীদের ধরতে গিয়ে তিস্তায় নিখোঁজ বিজিবি'র ল্যান্স নায়েক সুমন মিয়ার লাশ পাওয়া গেছে।

বুধবার সকাল ১১টার দিকে ভারতীয় সীমানার ৬নং মেইন পিলারের ৩নং সাব পিলারের ২২বিএসএফ’র অরুন ক্যাম্পের কাছ থেকে তার লাশ উদ্ধার করে বিএসএফ।

বিকেলে ল্যান্স নায়েক সুমন মিয়ার লাশ বিজিবিকে হস্তান্তর করবে বিএসএস বলে জানা গেছে।

সুমন মিয়া বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পের ল্যান্স নায়েক। সে হবিগঞ্জ জেলার বাসিন্দা।

এ বিষয়ে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল গোলাম মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় সীমান্তে ল্যান্স নায়েক সুমন মিয়ার লাশ পাওয়া গেছে। বিকেলে বিএসএফ আমাদের নিকট তার লাম হস্তান্তর করবে।

প্রসঙ্গত, গরু পাচারকারীদের ধরতে গিয়ে মঙ্গলবার রাত ২টার দিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আবুলের চর সীমান্তের ৬/৩ এস নং পিলার এলাকায় তিস্তা নদীতে ভেসে যান সুমন মিয়া।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন