সিরাজগঞ্জে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কলেজছাত্র নিহত

  28-06-2017 07:57PM

পিএনএস ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ফরিদুল ইসলাম নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫জন। নিহত কলেজ ছাত্র কামারখন্দের পাইকশা গ্রামের দানেজ সেখের ছেলে ও সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র। বুধবার দুপুরে উপজেলার পাইকশা ও বাগবাড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে পাইকশা গ্রামের লোকজনের বিরুদ্ধে পার্শ্ববর্তী বাগবাড়ী গ্রামের লোকজন মামলা করে। এ নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ অবস্থায় গত দু'দিন ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চলছিল। বুধবার দুপুরে পুনরায় দু'দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাগবাড়ী গ্রামের অস্ত্রের আঘাতে তার ঘাড় ও মাথা কেটে যায়। গুরুত্বর অবস্থায় প্রথমে সিরাজগঞ্জ ও পরে ঢাকায় নেয়ার পথে ছয়টার দিকে মারা যায়। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসুদেব সিনহা জানান, সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন