ডিমলায় ভয়াবহ অগ্নিকান্ড, ১৬ লক্ষ টাকার ক্ষয়- ক্ষতি

  28-06-2017 08:16PM

পিএনএস, ডিমলা নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় ভয়াবহ অগ্নি কান্ডে প্রায় ১৬ লক্ষ টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটে শয়ন ঘর সহ ৩ টি ঘর আগুনে পুড়ে গেছে। এতে পুড়ে গেছে নগদ তিন লক্ষ টাকা ও স্বর্ণালংকার। ঘটনাটি ঘটেছে ২৭ জুন বিকাল ৫ টায়, উপজেলার ৮ নং ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড-এর মৃতঃ সহর উদ্দিন-এর পুত্র মোঃ আব্দুস সুবহান, এবং একই পরিবারের আব্দুস ছালাম ও আব্দুস ছামাদ এর বাড়ি।

সরে জমিনে গিয়ে জানা যায়, বাড়ির আসবাবপত্র, স্বর্ণালংকার, টাকা সহ প্রায় ১৫ থেকে ১৬ লক্ষ টাকার মত ক্ষতি হয়। আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার ফায়ার সার্ভিস ইউনিট প্রতিবেদক জানান বৈদ্যুতিক শর্ট সার্কিটে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন ঝুনাগাছ চাপানি ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান। এখন তাদের আবাস স্থল খোলা আকাশের নিচে, বাড়ির কর্তা আব্দুস সুবহান বলেন সারা জীবনের তিলে তিলে গড়া অর্থ সম্পদ নিমিষে পুড়ে ছাই হল, করার কিছু নাই।এখন কি করব ? বুঝে উঠতে পারছিনা!



পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন