বন্যার কারণে ১৯টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

  16-07-2017 07:47PM

পিএনএস, লালমনিরহাট প্রতিনিধি : বন্যার পানি ঢুকে বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হবার কারণে লালমনিরহাটে তিন উপজেলার ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এক আদেশ জারি করেছে।

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলায় ৪টি, আদিতমারী উপজেলায় ৪টি ও হাতীবান্ধা উপজেলায় ১১টি প্রাথমিক বিদ্যালয় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এসব বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়।

ঐ বিদ্যালয়গুলো হলো- হাতীবান্ধা উপজেলার কিসামত নোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাউয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম হলদিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব হলদিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পার শেখ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিন্দুর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর গড্ডিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর হলদিবাড়ী শিশুকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমনিরহাট সদর উপজেলার কালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরবুদারু কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আদিতমারী উপজেলার গোবর্দ্ধন ইসমাইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবর্দ্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোবর্দ্ধন চর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার বলেন, গত কয়েক দিনের ভারি বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তায় ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে দুটি প্রাথমিক বিদ্যালয় নদীতে বিলীন হয়ে যায়। এ ছাড়া ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি ঢুকে পড়ে। এজন্য এসব বিদ্যালয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাঠদান কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন