মাধবদীতে প্রবাসীর বাড়ীতে ডাকাতি

  17-07-2017 08:24PM

পিএনএস, খন্দকার শাহিন : জানালার গ্রীল ও দরজা বেঙ্গে মালয়েসিয়া প্রবাসী দুই ভাইয়ের বসত ঘরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসময় ডাকাত দল সাড়ে তিন ভড়ী স্বর্ণ নগদ টাকাসহ প্রায় চার লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। গত রবিবার দিবাগত রাত দুইটার দিকে নরসিংদীতে মাধবদী থানাধীন কাঠাঁলিয়া ইউনিয়নের মৈশাদী গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

প্রবাসীর পরিবার সূত্রে জানা যায়, মৈষাদী গ্রামের মধ্যপাড়ার মৃত: জাবেদ আলীর পাঁচ পুত্র মালয়েসিয়া প্রবাসী। তাদের স্ত্রী সন্তান বাড়ীতে থাকে। প্রবাসী শহিদুল্লাহর স্ত্রী বাপের বাড়ী বেড়াতে যায়। সেই সুযোগে ডাকাত দল দরজা ভেঙ্গে স্বর্ণ অলঙ্কার, লেপটপ, ক্যামেরা, টিভি, স্মার্ট ফোন,নগত টাকা লুট করে। পরে একই বাড়ীতে তার ভাই আমানউল্লাহ ঘরের জানালার গ্রীল কেটে ভিতরে থাকা তার পরিবার সদস্যেদের জিম্মী করে প্রাণ নাশের হুমকি দেয়। পরে প্রবাসীর স্ত্রী গলার কানের গহেনা ছিনিয়ে নিয়ে আলমারিতে থাকা নগদটাকা নিয়ে পালিয়ে যায়। পরে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ভারপাপ্ত) চেয়ারম্যান মোসা: বিনা আক্তার জানান, মৈশাদী গ্রামে ডাকাতী ঘটনা শুনে, সাথে সাথে মাধবদী থানা পুলিশকে খবর দেয়া হয়।

সোমবার দুপুরে মাধবদী থানার ওসি তদন্ত মো: আবুল কালাম জানান,প্রবাসীর বাড়ীতে ডাকাতির ঘটনায় থানা পুলিশকে অবগত করা হয়েছে। সেই সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে পুলিশ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন