দৌলতদিয়া ঘাটে ৬দিন ফেরি চলাচল বন্ধ

  17-07-2017 10:45PM

পিএনএস : তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ২নং ফেরিঘাট গত পাঁচ দিন ধরে বন্ধ, ৪নং ঘাটে ফেরি ভিড়তে না পারায়, মাত্র ৫কিলোমিটার নদী পথে ফেরি চলতে ৪ ঘন্টার অধিক সময় লাগায় ফেরির ট্রিপ কমে চলাচল মারাত্বক ব্যহত হচ্ছে।ফলে ক্রমেই দীর্ঘ হচ্ছে যান বাহনের লাইন।

সোমবার সকাল ৯টায় ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের দুপাশ জুড়ে প্রায় ৫কিলোমিটার পর্যন্ত যানজটের দীর্ঘ লাইন হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের লাইন আরো দীর্ঘ হচ্ছে। দৌলতদিয়া ঘাটেই দক্ষিনাঞ্চলের ২১ জেলার এক সহশ্রাধিক গাড়ি আটকা পরে আছে। এর মধ্যে প্রায় অর্ধেকই যাত্রীবাহি গাড়ি।

তবে রাতে ফেরি চলাচলে আরো সর্তকতা থাকায় এবং ছোট ফেরিগুলো চলতে না পারায় রাতে মাত্র ১০/১১টি ফেরি চলে।আর তাতে রাতের নাইট কোচ ও পন্যবাহি ট্রাকের সাড়ি আরো দীর্ঘ হয়েছে। গতকাল আসা গাড়ী যা আজ বিকালেও ফেরির নাগাল পাবে না।


এদিকে গতকাল সোমবার সকালে দৌলতদিয়ার ৩নং ঘাটের পন্টুনের র্যামের নিচ থেকে পদ্মার তীব্র স্রোতের টানে মাটি সরে যাওয়ায় ওই ঘাটে ছোট ৩টি ইউটিলিটি ফেরি ভীড়তে পারছে এবং ছোট ছোট গাড়ীগুলো ওই ঘাটের ফেরিতে লোড আনলোড হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে স্রোতের তীব্রতা আজকে আরো বাড়লে ওই ৩নং ঘাটটিও বন্ধ হয়ে যাবে।

তবে বিআইডাব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যাপস্থাপক খোরশেদ আলম জানান, ঘাট সংকটে গাড়ী পার কমে যাওয়ায় তাদের রাজস্ব কমে গেছে প্রতিদিন প্রায় তিন লাখ টাকা।কবে নাগাদ ঘাট ঠিক হবে তাও তারা জানেন না।এটা বিআইডব্লিউটিএর ইঞ্জিনিয়াররা জানেন। তাতে সব ঘাট চালু হয়ে বিরতিহীনভাবে ফেরি চলাচলে যানজট কমে যাবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন