সিলেটে স্ত্রী ও তিন সহযোগীসহ মাদক সম্রাট শহীদ আটক

  19-07-2017 07:23PM

পিএনএস ডেস্ক : সিলেটে র‌্যাবের অভিযানে স্ত্রী ও তিন সহযোগীসহ আটক হয়েছে শীর্ষ মাদক সম্রাট শহীদ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুই রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার, ৭ হাজার ৬শত পিস ইয়াবা, ৩৪৪ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৪ লাখ ৩০ হাজার ৫০০ টাকা।

শহীদ ও তার সহযোগিরা সিলেটসহ আশপাশের জেলায় হেরোইন ও ইয়াবার পাইকারি ব্যবসা করতো বলে আজ দুপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।

সিলেটের দক্ষিণ সুরমার আহমদপুরের গ্রামের বাড়িতে মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে শহীদসহ তার সহযোগিদের গ্রেফতার করা হয়। গেলো মার্চ মাসে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে শহীদের শাশুড়ি লনি বেগম খুন হন বলে সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা জানান। শহীদ ও তার স্ত্রী শিউলিও মাদক ব্যবসার অভিযোগে এর আগে একাধিকার জেল খেটেছে। গ্রেফতারকৃতরা হলো- দক্ষিণ সুরমার আহমদপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে শহীদুল ইসলাম শহীদ, শহীদের স্ত্রী শিউলি আক্তার, ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার গোপালপুর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে জালাল মিয়া, হেলাল উদ্দিন ও সাগর আহমদ।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন