নাসিরনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

  20-07-2017 06:02PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার “মাছ চাষে গড়বো দেশ,বদলে দেব বাংলাদেশ” এই শ্লোগানকেসামনে রেখে উপজেলা সদরের এক বণার্ঢ্য র‌্যালী বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ডাক বাংলো প্রাঙ্গণে লঙ্গণ নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছায়েদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা ও উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী,সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম,প্রধান শিক্ষক আবদুর রহিম,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফারুক মিয়া, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত,মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক শিশির দাস।স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন