তানোরে ফলদ বৃক্ষ মেলার সমাপণী, শ্রেষ্ঠ স্টল বিএমডিএ

  20-07-2017 10:18PM

পিএনএস, নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোরে শেষ হয়েছে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় তিনদিন ব্যাপি এ মেলায় ১০টি স্টল অংশ গ্রহণ করে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি অফিসার মো: শফিকুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার মো: মুকলেছুর রহমান, তানোর উপজেলা বিএমডিএ প্রকৌশলী মো: শরিফুল ইসলাম,সহকারী কৃষি অফিসার মো: সাইফুল্লাহ আহম্মেদ, এডিপি তানোর শাখার ম্যানেজার মাইকেল গোমেজ প্রমুখ।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ স্টল প্রদর্শনীর জন্য উপজেলা বিএমডিএ, সখ ও স্বপ্ন নার্সারী দ্বিতীয়, এডিপি তৃতীয় ক্যাটাগরিতে পুরুস্কৃৃত করা হয়। গত মঙ্গলবার (১৮জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই মেলার উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি। মেলায় ১০টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ ও চারা বিক্রি ও বিভিন্ন প্রকার ফল, বিলুপ্ত প্রজাতির ধান বীজ, সংকরায়নের মধ্যে সৃষ্টি নতুন ধানবীজ, কেঁচো কম্পোষ্ট শোভা পায়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন