কুমিল্লায় যুবলীগ নেতাকে গুলি করার অভিযোগে আটক ২

  21-07-2017 02:41PM


পিএনএস, কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহবুবুল আলম সবুজকে গুলি করার অভিযোগে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মোকাররম নামক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে তিতাস উপজেলার সাইফুর নামক এক যুবককেও আটক করা হয়। আটককৃতদের আজ শুক্রবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টায় কারাগারে পাঠানো হয়েছে।

দাউদকান্দি থানার পরিদর্শক (অপারেশান) মিজানুর রহমান জানান, সবুজের সঙ্গে দীর্ঘদিন যাবত মোকাররমের ব্যক্তিগত শত্রুতা চলছিল এবং গতকাল ঘটনার দিনেও তাদের সঙ্গে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে মোকাররম ক্ষুব্ধ হয়ে সবুজকে গুলি করে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে উপজেলার রায়পুর উচ্চ বিদ্যালয় মাঠে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিণ ইউনিয়নের আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের প্রধান অতিথি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া ও উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের সামনে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহবুবুল আলম সবুজকে গুলি করে দুর্বৃত্তরা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন