ঝালকাঠিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

  23-07-2017 02:10PM




পিএনএস, ঝালকাঠি: ঝালকাঠিতে বর্নাঢ্যর্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারিকে সন্মাননা প্রদানের মধ্যে দিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।

রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ উপলক্ষে একটি বর্নাঢ্যর্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় জেলার বিভিন্ন দপ্তরের ১৩ জন শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারিকে সন্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো. মানিকহার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার ফরহাদ আহমদ প্রমূখ।

জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে বিভিন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা অংশগ্রহণ করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন