বান্দরবানে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

  23-07-2017 03:56PM

পিএনএস, বান্দরবান:প্রবল বর্ষণের মধ্যে বান্দরবানের রুমা উপজেলায় সড়কে পাহাড় ধসে পড়ে আটজনের মাটিচাপা পড়ার খবর পাওয়া গেছে। রোববার বেলা ১১টার দিকে দলিয়ানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শরিফুল হক। সেনাবাহিনী, ফায়ার সর্ভিসের সদস্য, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, বেশ কয়েকদিন ধরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। রোববার রাস্তা ভাঙা থাকায় বাস থেকে নেমে যাত্রীরা পাড় হচ্ছিলেন। বাসটিও তাদের পেছনে যাচ্ছিল। এ সময় পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলে ৮ জন চাপা পড়ে নিহত হয়। এ ঘটনায় বহু আহত হয়েছে। নিহত ও আহতদের উদ্ধারে কাজ চলছে।

ওই বাসে ১২ যাত্রী ছিলেন জানিয়ে নির্বাহী কর্মকর্তা বলেন, সেনাবাহিনীর ১৯ ইসিবির একটি দল অভিযান চালিয়ে তিন জনকে জীবিত উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন