ঝালকাঠিতে তিন দিনের লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

  24-07-2017 05:02PM

পিএনএস, ঝালকাঠি: ঝালকাঠিতে তিনদিনের শ্রাবন ধারায় জনজীবন এখন বিপর্যস্থ। লাগতর বৃষ্টিতে ভোগান্তি চরমে। তার ওপর অতি বৃষ্টিতে রাস্তাঘাটে অসংখ্য খানাখন্দ তৈরি হওয়ায় পথচারীরা নাজেহাল।

তিনদিন ধরে টানা বৃষ্টিতে যেন গৃহবন্দী দশা। শ্রমজীবি মানুষগুলো কর্ম বিমুখ হয়ে পড়েছে। প্রয়োজনে যারা পথে নেমেছেন তাদের ভোগান্তি সবচে বেশি। অতি বৃষ্টিতে শহরের অধিকাংশ রাস্তাঘাট খানখন্দে ভরে গেছে। সেখানে পানি কাঁদায় একাকার। শহরের রাস্তা দিয়ে হাঁটার উপায় নেই।

এদিকে বৃষ্টির সাথে বেড়েছে নদীর পানি। জেলার চরাঞ্চলের ঘর-বাড়ি আর নদী একাকার হয়ে গেছে। আরও দুয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকলে চরম বিপর্যয়ের মুখে পড়বেন দখিনের এ জেলাবাসী।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন