পাহাড় ধস : নিখোঁজ চারজনের তিনজনই সরকারি কর্মকর্তা

  24-07-2017 08:43PM

পিএনএস ডেস্ক : তিন দিনের টানা বর্ষণে বান্দরবানের রুমায় সড়কে পাহাড় ধসে পড়ে এক নারী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও চারজন। নিখোঁজ চারজনের তিনজনই সরকারি কর্মকর্তা বলে জানা গেছে।

নিখোঁজরা হলেন, উমেচিং মারমা (১৭) উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুন্নি বড়ুয়া (৩৫), কৃষি ব্যাংক রুমা শাখার কর্মকর্তা গৌতম কুমার নন্দী (৫৫) এবং রুমা ডাকঘরের পোস্টমাস্টার মোহাম্মদ রবিউল। এছাড়া ঘটনাস্থল থেকে রবিবার উদ্ধার করা হয়েছে রুমা উপজেলার বাসিন্দা চিংমে হ্লা মারমা (১৯) নামে এক ছাত্রীর লাশ।

ঘটনার পর দমকল বাহিনীর সদস্য, সেনা সদস্য ও রেড ক্রিসেন্টের সদস্যরা উদ্ধার অভিযান চালালেও রবিবার টানা বৃষ্টিপাত ও আলো স্বল্পতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। সোমবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু করা হয়। কিন্তু প্রচন্ড বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে বলে জানান বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।

নিহত চিংমে হ্লা মারমার পরিবারকে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

নিখোঁজ মুন্নি বড়ুয়ার ভাই রাহুল বড়ুয়া ছোটন বলেন, সকাল থেকে সেনা সদস্য ও দমকলকর্মীরা উদ্ধার অভিযান চালালেও বৃষ্টির জন্য উদ্ধার কার্যক্রম বার বার ব্যাহত হচ্ছে।

সকালে উদ্ধার কার্যক্রমে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, এখনও উদ্ধার অভিযান চলছে। উদ্ধার অভিযান শেষ হলে এ ঘটনায় নিহতের সংখ্যা বলা যাবে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন