অবিরাম বৃষ্টি ও জোয়ারের পানিতে রামপালে জনজীবন বিপর্যস্ত

  24-07-2017 10:59PM

পিএনএস, (মোল্যা হাফিজুর রহমান)বাগেরহাট : টানা পাঁচ দিনের অবিরাম বৃষ্টিতে ও জোয়ারের পানিতে প্লাবিত হয়ে রামপালের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষদের ভোগান্তি চরম আকার ধারন করেছে। উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে এবং বেশ কিছু মৎস্যঘের ভেসে গেছে এবং কাচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

এতে ব্যপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার উজলকুড়, ফয়লাহাট, গোবিন্দপুর, রণসেন, গৌরম্ভা, বাইনতলা, চেয়ারম্যানের মোড়, বাঁশতলি, সিকিরডাঙ্গা, শ্রীফলতলা, সিংগড়বুনিয়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ব্যাপক জলাবদ্ধতা। অনেক মৎস্যঘের ভেসে গেছে। আমন ধানের বীজতলা পানিতে তলিয়ে গেছে। এভাবে তলিয়ে থাকলে ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন কৃষকরা। হত দরিদ্র দিনমজুররা কর্ম হারিয়ে বেকার হয়ে পড়েছেন। এভাবে বৃষ্টিপাত অব্যহত থাকলে নিম্ন আয়ের মানুষদের অভুক্ত থাকার সম্ভাবনা দেখা দিতে পারে। স্কুল, কলেজগামী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। জলাবদ্ধতায় অনেকের বাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় রান্নাবান্না বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কিছু কিছু এলাকায় ইতিমধ্যে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

রামপাল উপজেলা উন্নয়ন মনম্বয় সংগ্রাম কমিটির সভাপতি এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ জানান, নিম্ন আয়ের মানুষেরা কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছে। ইতিমধ্যে তাদের ঘরে খাদ্য সংকট দেখা দিয়েছে। জরুরী ভিত্তিতে তিনি ত্রান সহায়তার দাবি জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন