লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

  25-07-2017 04:40PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান এমন স্লোগান কে সঙ্গে নিয়ে আজ ২৫ জুলাই (মঙ্গলবার) লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আগামী ৫ আগষ্ঠ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) উপলক্ষে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মুর্শিদুল ইসলাম।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নিজাম উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার সার্কেল খন্দকার গোলাম শাহনেওয়াজ, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ও জেলা বিএমএ সভাপতি ডা: আশফাকুর রহমান মামুন।

বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মো: আবদুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশন জেলা শাখার উপ-পরিচালক রেজ্জাকুল হায়দার, ডা: রাসেল আহমদ, নাজমুল হক সরকার, সাংবাদিক মো: রবিউল ইসলাম খান প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ৫ আগষ্ঠ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলায় ৫ উপজেলায় ও ১ টি পৌরসভায় ১৫৬৭ টি কেন্দ্রের মাধ্যমে ৩১৩৪ জন কর্মীর মাধ্যমে (৬-১১) মাস বয়সী ২৯ হাজার ১ শত ৪৫ জন ও (১২-৫৯) মাস বয়সী শিশুদের ভিটামিন প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এ ছাড়া বাস ষ্ট্রেশনসহ বিভিন্ন স্থানে ১৮ টি ভ্রাম্যমান কেন্দ্র স্থাপন করা হবে। এ কার্যক্রম সফল ভাবে বাস্তবায়ন ও সকল ধরনের অপ্রপচার রোধে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। এসময় জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্টানের কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কর্মচারী, এনজিওসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন