পাইকগাছায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ

  25-07-2017 07:30PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে আয়োজিত দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ মঙ্গলবার উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত প্রথম দিনের কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট স ম বাবর আলী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুজ্জামান ও জাইকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা প্রমুখ। বক্তব্য রাখেন, কৃষক প্রভাস চন্দ্র সানা, পলাশ ঢালী, শিউলী খাতুন ও পারভীন বেগম। প্রশিক্ষণে বিভিন্ন স্থান থেকে ৪০ জন কৃষক অংশগ্রহণ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন