সুন্দরগঞ্জে কেটে ফেলা রাস্তা নির্মাণ করল এলাকাবাসী

  26-07-2017 08:04PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : সুন্দরগঞ্জ উপজেলা উজান বোচাগাড়ী গ্রামে জনসাধারণের চলাচলের রাস্তা কেটে ফেলায় তা পুণঃনির্মাণ করল এলাকাবাসী।

ঘটনাস্থল সূত্রে জানা গেছে, উজান বোচাগাড়ী গ্রামের মৃত এজাব উদ্দিনের পুত্র খয়বর হোসেন মাষ্টার ও মমিনুল মাষ্টার তাদের জমি সংলগ্ন রাস্তা কেটে ফেলে চাষাবাদ শুরু করে রেকর্ডভুক্ত এরাস্তাটি কেটে ফেলায় এলাকাবাসীর যাতায়াতে দারুণ বিঘ্নে সৃষ্টি হয়। বাধ্য হয়ে এলাকাবাসী তদন্তপূর্বক রাস্তাটি পুণঃনির্মাণ করে চলাচলের পথ সুগম করতে আবেদন জানায়।

এ আবেদনের প্রেক্ষিতে ইউএনও’র নির্দেশে সার্ভেয়ার ঘটনাস্থল পরিদর্শনসহ রাস্তাটি পরিমাপ করেন। এতে কেটে ফেলা জায়গাটি রাস্তায় আওতায় পড়ে। গতকাল বুধবার এলাকাবাসী একত্রিত হয়ে রাস্তাটি পুনঃনির্মাণ করেন। রাস্তা পুনঃনির্মাণ কাজে নেতৃত্ব বীরমুক্তিযোদ্ধা মোস্তফা মিয়া ও আ’লীগ নেতা মাইদুল ইসলাম টেক্কা।

এব্যাপার ইউএনও এসএম গোলাম কিবরিয়া জানান সার্ভেয়ারসহ অফিসের লোকজন রাস্তার জায়গা পরিমাপ করে দেয়ায় এলাকাবাসী স্বতঃস্ফুর্তভাবে অংশ নিয়ে রাস্তাটি পুনঃনির্মাণ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন