মাধবদী পৌর শহরকে আধুনিক করার লক্ষে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা

  26-07-2017 09:12PM

পিএনএস, খন্দকার শাহিন : নরসিংদীর মাধবদী পৌর শহরকে আধুনিক করার লক্ষে আগামী ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে মাধবদী পৌর হলরুমে অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন মাধবদী পৌর মেয়র হাজী মো: মোশাররফ হোসেন প্রধান মানিক।

আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বিবরনীতে রাজস্ব আয় ধরা হয়েছে ১৫ কোটি ৮১ লক্ষ ৮৭ হাজার ৬০ টাকা ৫৪ পয়সা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ১৭ লক্ষ ৩৭ হাজার ৬০ পয়সা। উন্নয়ন খাতে সরকারী অনুদান প্রাপ্তি ও বিভিন্ন প্রকল্প সহায়তা হতে প্রাপ্তি ৬৮ কোটি ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা।

রাজস্ব উদ্ধৃত্ত উন্নয়ন খাতে স্থানান্তর ৩ কোটি ৬৪ লক্ষ ৫০ হাজার টাকা এবং মূলধন খাতসহ প্রস্তাবিত বাজেটে মোট অর্থের পরিমান ৭৯ কোটি ৬১ লক্ষ ৮৭ হাজার ৬০ টাকা ৫৪ পয়সা উল্লেখ্য করে, পৌর শহরের সড়ক উন্নয়ন,পয়ঃপ্রণালী নিস্কাশন, ড্রেনেজ, হাট-বাজার ও বৈদুতিক ব্যবস্থাসহ সৌন্দয্য বর্ধনকে অধিক গুরুত্ব দিয়ে এ বাজেট বক্তৃতা করেন পৌর মেয়র।

বাজেট অনুষ্ঠানে ৫নং ওয়ার্ড কাউন্সিলর , অর্থ ও সংস্থাপন কমিটির সভাপতি মোহাম্মদ ছালাহ উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মো: মোশাররফ হোসেন প্রধান মানিক।

বাজেট অধিবেশন পরিচালনা করেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামান পাঠান,তাতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাধবদী পৌরসভার সচিব কাজী মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য নরসিংদী সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সফর আলী ভূইয়া, মাধবদী শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ, পৌর নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান।

আয়োজিত অনুষ্ঠানে পৌর শহরের দীর্ঘ দিনের দাবী ব্রহ্মপুত্র নদ খননরে উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে মেয়রের ভূয়সী প্রসংশা করেন স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন