রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণে ইউএনওর নোটিশ

  26-07-2017 09:32PM

পিএনএস, স্টাফ রিপোর্টার (বাগেরহাট) : রামপাল উপজেলার সকল ইউনিয়নের সরকারি খালের উপর অবৈধ বাঁধ, নেট, পাটা অপসারণের জন্য নোটিশ প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল।

উপজেলা নির্বাহী দপ্তরের ০৫.৪৪.০১৭৩.০০০.০৬.০০৪.১৭-৪৫৩ নং স্বারকে এবং ১৮/৭/১৭ তাং স্বাক্ষরিত নোটিশে জানানো হয় যে, রামপাল উপজেলাধীন সকল ইউনিয়নের সরকারি কালের অবৈধ নেট, পাটা ও বাঁধ অপসারণের জন্য সরকারি বরাদ্দ হতে ২০১৬-১৭ অর্থ বছরে অর্কসূচী গ্রহণ করা হয় এবং অবৈধ নেট, পাটা ও বাঁধ অপসারণ করে খালে পানি প্রবাহ উপযোগী করে তোলা হয়।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় অসাধু ব্যক্তি অবৈধ প্রক্রিয়ায় ওই সব প্রতিবন্ধকতা স্থাপন করে পানি প্রবাহের স্বাভাবিক গতিকে বাঁধা সৃষ্টি করে খাল দখলের চেষ্টা করছে। এতে জলাবদ্ধতাসহ ঘষিয়াখালী চ্যানেলে পানি প্রবাহ বিঘ্নিত হচ্ছে। এসব প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে হুসিয়ারী উচ্চারণ করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন