থানাহাজত থেকে আসামির লাশ উদ্ধার

  26-07-2017 09:43PM

পিএনএস ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার শৌচাগার থেকে আজ বুধবার দুপুরে ওই থানা-পুলিশের হেফাজতে রিমান্ডে থাকা এক আসামির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য, ওই আসামি আত্মহত্যা করেছেন।

আসামির নাম মাহফুজ আলম (২৭)। ভুয়া চিকিৎসক অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার জগদিসপুর গ্রামের আবু বাক্কারের ছেলে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, মাহফুজ শৌচাগারে ঢুকে ফুলপ্যান্ট খুলে দরজার সঙ্গে আটকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ওসি জানান, নাচোল উপজেলার জননী ক্লিনিকে এক রোগীর মৃত্যুর ঘটনায় করা মামলায় মাহফুজকে গত ২০ জুলাই দিবাগত রাতে ওই ক্লিনিক থেকে গ্রেপ্তার করা হয়।

মাহফুজের বিরুদ্ধে অভিযোগ, তিনি পরিচয় গোপন করে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কর্মরত সরকারি চিকিৎসক মাসুদ রানার এমবিবিএস পাসের সনদ জাল করেন। নিজেকে চিকিৎসক মাসুদ রানা পরিচয় দিয়ে রোগীর চিকিৎসা করে আসছিলেন।

জননী ক্লিনিকের এক পরিচালক অভিযোগ করেন, মাসুদকে থানায় নির্যাতন করা হয়েছে। ওসি আনোয়ার হোসেন এ অভিযোগ অস্বীকার করেছেন।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন