লক্ষ্মীপুরে গ্রাম ডাক্তারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

  27-07-2017 03:51PM



পিএনএস, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে গ্রাম ডাক্তারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় আজ বৃহস্পতিবার সদর হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মশালায় উদ্বোধন ঘোষণা করেন জেলা সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ।

কল্যাণ সমিতির জেলা শাখার সভাপতি একে এম মাহমুদ রিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড: নুর উদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নিজাম উদ্দিন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন।

বক্তব্য রাখেন, সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক বিধান কৃজ্ঞ দাস, সাবেক সভাপতি মো: বোরহান উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কনক চন্দ্র দাস, সদর উপজেলা শাখার সভাপতি মো: রাশেদুল ইসলাম সায়েম, সাধারণ সম্পাদক নাদিম উন নবী পলাশ ভৃঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন। প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন উত্তম কুমার সরকার।

আগামী ২১ দিন পর্যন্ত এই কর্মশালা চলবে এতে বিভিন্ন এলাকা থেকে গ্রাম ডাক্তারণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন