ঝালকাঠিতে তরুণী ধর্ষণের পর হত্যার দায়ে পলাতক আসামীকে মৃত্যুদন্ড

  27-07-2017 05:38PM

পিএনএস, ঝালকাঠি :ঝালকাঠিতে ধর্ষণ ও হত্যার অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদন্ডের আদেশে দিয়েছে ঝালকাঠির একটি আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানারও দন্ড দেয়া হয়েছে। ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইবুন-২ আদালত আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত জাহাঙ্গীর হাওলাদার ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার চরইন্দ্রপাশা গ্রামের প্রয়াত মনসুর হাওলাদারের ছেলে। তবে রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত জাহাঙ্গীর পলাকত ছিলেন।

মামলার বিবরণে জানাগেছে, ২০০৯ সালের ২০ অক্টোবর রাতে ওই উপজেলার বদরপুর গ্রামের আঁখি বেগম নামে এক তরুনীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় তরুনীর মা রসোনা বেগম বাদী হয়ে পর দিন থানায় মামলা করেন। পুলিশ ওই মামলায় ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে।

তবে সাক্ষ্য প্রমানে অভিযোগ প্রমানিক না হওয়ায় তিন জনকে খালাস দেয়া হয়। হত্যা ও ধর্ষণের অভিযোগ প্রমানিত হওয়ায় জাহাঙ্গীকে মৃত্যুদন্ড ও জরিমানার দন্ড দেয়া হয়।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন