সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

  28-07-2017 01:25AM

পিএনএস ডেস্ক: শরীয়তপুরে জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে সাপের কামড়ে লিপি বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সখিপুরের চরভাগা ইউনিয়নের চরভাগা পেদাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নিহত লিপি বেগম চরভাগা ইউনিয়নের চরভাগা পেদাকান্দি গ্রামের রুহুল আমিন হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, লিপি বেগম প্রতিদিনের মত দুপুরের রান্না করতে রান্না ঘরে যান। রান্না করার সময় ইঁদুরের গর্তে পা পড়লে ইঁদুরের গর্ত থেকে একটি সাপ তাকে কামড় দেয়। এতে বিষে নীল বর্ণ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন লিপি বেগম। পরে তার মৃত্যু হয়।

সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল ইসলাম আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, রান্না ঘরের ইঁদুরের গর্ত থেকে সাপের কামড়ে ওই নারী মারা গেছেন। তার মৃত্যুতে স্থানীয়রা আতঙ্কে আছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন