পিরোজপুরে ব্রিজ ভেঙে দুই ট্রাক খালে, ১২ রুটে যান চলাচল বন্ধ

  12-08-2017 02:28PM

পিএনএস, পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় পাথরবোঝাই দুটি ট্রাক একসঙ্গে পার হওয়ার সময় একটি বেইলি সেতু ভেঙে পড়েছে। এ কারণে বরগুনা, পাথরঘাটার, মঠবাড়িয়া সঙ্গে পিরোজপুর, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনাসহ ১২টি রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে ওই রুটে চলাচলকারী জনসাধারণ।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে খুলনা-পিরোজপুর-মঠবাড়িয়া আঞ্চলিক মহাসড়কে মাদার্শী নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দিবাগত রাত ২টার দিকে পাথরবোঝাই দুটি ট্রাক একসঙ্গে সেতুটি পার হচ্ছিল। এ সময় অতিরিক্ত ওজনের কারণে সেতুটি ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। দুর্ঘটনার পর থেকে যান দুটির চালক পলাতক। সেতুটি ভেঙে পড়ায় মঠবাড়িয়া ও বরগুনার পাথরঘাটা উপজেলার সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনা, পিরোজপুরসহ ১২টি পথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ঘটনার পর থেকে ট্রাক দুটির চালক ও হেলপার পলাতক রয়েছেন।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. ফখরুল ইসলাম জানান, ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। তাই অতিরিক্ত মালবোঝাই ট্রাক উঠার কারণে ব্রিজটি ভেঙ্গে গেছে। ট্রাক দুটি উদ্ধারের জন্য বরিশাল থেকে ক্রেন আনার ব্যবস্থা করা হচ্ছে। সেতুটি দ্রুত পুনঃস্থাপন করা হবে।



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন