৪ ভাইসহ যুবলীগ নেতা আটক, অস্ত্র উদ্ধার

  13-08-2017 03:04PM

পিএনএস, কক্সবাজার:কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও পেকুয়া উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও তার চার ভাইকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব।

রোববার সকাল ৬টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের চৌমুহনীস্থ বাড়ি থেকে তাদের আটক করা হয়। জাহাঙ্গীরের ওই চার ভাইও পেকুয়া উপজেলা যুবলীগ-ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মী।

আটক চার ভাই হলেন- আলমগীর, আজমগীর, কাইয়ুম ও বাপ্পী। তারা পেকুয়া সদর ইউনিয়নের চৌমুহনী এলাকার রমিজ আহমদের ছেলে।

এদিকে জাহাঙ্গীর আলম ও তার চার ভাইকে গ্রেপ্তারের ঘটনায় যুবলীগ নেতাকর্মী ও তাদের অনুসারীরা পেকুয়া চৌমুহনী ও বাজারে বিক্ষোভ মিছিল করছেন। তাদের দাবি, জাহাঙ্গীর ও তার চার ভাইকে ফাঁসানো হয়েছে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহাঙ্গীরের বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে এমন খবরের ভিত্তিতে ভোরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জাহাঙ্গীরের বাড়ির একটি ঘর থেকে দেশীয় দুটি বন্দুক (এলজি), তার শোয়ার কক্ষ থেকে একটি একনলা (লম্বা) বন্দুক, ১০টি গুলি, ইয়াবা ও ১৭ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন