ডিমলা বনাঢ্য আয়োজনে শোক দিবস পালিত

  15-08-2017 05:15PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪২ তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলা ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার সকালে পরিষদ চত্তরে নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে পালিত হলো শোক দিবস।

দিবসটি পালনের শুরুতে কালোব্যাচ ধারন, জানীয় পতাকা ও কালো পাতাকা অর্ধনিমিত, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, নীরবতা পালন এবং শাহীদ পরিবারদের প্রতি মোনাজাত শেষে একটি বনাঢ্য র‌্যালি চাপানী হাট হাইওয়ে সরক প্রদক্ষিন শেষে পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বীরমুক্তিযোদ্ধা সুশিল চন্দ্র রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি যতীন চন্দ্র রায়, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফজলুল হক, সোনাখুলি হাজী জহরতুল্যাহ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, গোলাম রব্বানী বাবু প্রমুখ।

অপরদিকে একই ইউনিয়নের বুদ্ধি প্রতিবন্ধি ও অটিজম বিদ্যালয়ের সভাপতি জামিয়ার রহমানের সভাপতিত্বে, প্রধান শিক্ষক আবুল কাশেম এর সঞ্চালনায় উক্ত দিবসটি পালন করা হয়। সেই সাথে খালিশা চাপানী ডালিয়া পাউবো বি-সি-এ ৩য় ও ৪র্থ শ্রেণির পেশাজীবিদের আয়োজনে খন্দকার বুলবুল আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ সোহরাফ হোসেন, অপরদিকে নউতারা হলি চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেন খগাখড়িবাড়ী যথাযথ মর্যাদায় দিবসটি পালন করেন এবং গয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সাল মুন দিবসটি উপলক্ষে কাঙ্গালী ভোজ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন