ডোমারে বাংলাদেশ ন্যাপ এর উদ্দ্যোগে বানভাষীদের মাঝে নগদ অর্থ বিতরণ

  17-08-2017 04:59PM

পিএনএস : দেশব্যাপী বন্যার্ত মানুষের পাশে দাড়ানোর কর্মসূচীর অংশ হিসাবে নীলফামারী জেলার ডোমার উপজেলায় পাংগা মটুকপুর ইউনিয়নের তালতলী গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি'র ব্যক্তিগত তহবীল থেকে এলাকার প্রায় শতাধিক মানুষের হাতে নগদ অর্থ প্রদান করেন দলের ডোমার উপজেলা নেতৃবৃন্দ।

পাঙ্গা মটুকপুর ইউনিয়নের দক্ষিণ মটুপুর গ্রামে গত তিন দিনের একটানা বর্ষনের ফলে বাড়ী ঘড়, জমির ফসল সহ এলাকায় ব্যপক ক্ষতি সাধন হয়। এ সময় বাংলাদেশ ন্যাপ ডোমার উপজেলা শাখার আহবায়ক আব্দুর রফিক বাতেন, যুগ্ন আহবায়ক আনোয়ার ওয়াহিদ সাবু, জগবন্ধু রায়, সংগঠক অহিদুল ইসলাম, সমাজ সেবক তফিজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। জেবেল রহমান গানির এ ধরনের উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

উপজেলা ন্যাপ নেতৃবৃন্দ এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির পক্ষ থেকে নগদ অর্থ পৌছে দিয়ে বলেছেন, অসংখ্য মানুষ এখনো পানিবন্দী এবং তারা যে রান্না করে খাবে, চাল-ডাল দিলেও কোনোকিছু করতে পারছে না। কোথায় রান্না করে নিয়ে যাবে সেই উপায় নেই। রেল লাইন ভেসে গেছে, রাস্তা-ঘাট ভেসে গেছে। দেশের গুদামের চাল নেই, গম নেই। মানুষের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না। অথচ তারা মুখে তুবড়ি ছুটাচ্ছে। আমাদের নেতা বলেছেন তারা আসল কোনো সার্ভিস দিচ্ছেন না, লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন