ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১

  19-08-2017 01:10AM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদরে ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে’ দুই পক্ষের সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার অষ্টগ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. নবীর হোসেন জানান।

মৃত উবায়দুল্লাহ (৩৫)। ওই গ্রামের প্রয়াত হামদু মিয়ার ছেলে। মালয়শিয়া প্রবাসী উবায়দুল্লাহ কিছুদিন আগে দেশে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ গ্রামের চেয়ারম্যান এনামুল হক ওসমানের লোকজনের সঙ্গে একই গ্রামের ওমর লোকদের বিরোধ চলছিল। “সন্ধ্যায় ওমরের লোক উবায়দুল্লাহসহ কয়েকজনের সঙ্গে চেয়ারম্যানের লোকদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উবায়দুল্লাহ নিহত হন।” এতে আহত ১৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি নবীর বলেন, দুই পক্ষের সংঘর্ষে প্রবাসী উবায়দুল্লাহ মৃত্যু হয়েছে। কী নিয়ে এ সংঘর্ষ তা খোঁজ নেওয়া হচ্ছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন