মাধবকুড়ি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করলেন এমপি তানসেন

  19-08-2017 03:53PM

পিএনএস, বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মাধবকুড়ি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম তানসেন এমপি। শনিবার দুপুরে উপজেলার ভাটরা ইউনিয়নের মাধমকুড়ি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনকালে প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্যে বগুড়া-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য রেজাউল করিম তানসেন বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে যাবে।

তানসেন এমপি বলেন, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা দেশ বিক্রির রাজনীতি করে না। আগামী সংসদ নির্বাচনেও বাংলাদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করবে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চায়। আর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ দেশ।

উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরে উপ-পরিচালক কৃষিবিদ প্রতুল চন্দ্র সরকার, উপজেলা ভূমি কর্মকর্তা তমাল হোসেন, উপজেলা কৃষি অফিসার মুশিদুল হক, জেলা জাসদ নেতা কামরুজ্জামান কামরুল, উপজেলা ভাইস চেয়ারম্যান একে আজাদ, পল্লী বিদ্যুতের এজিএম রেজাউল করিম, এলাকা পরিচালক মাহফুজার রহমান, থানার এসআই আকবর আলী, আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান প্রমূখ।

উপস্থিত ছিলেন, জাসদ নেতা নুরুল ইসলাম সেফা, জিয়াউল হক শাহীন, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বকুল হোসেন, দপ্তর সম্পাদক ফারুক কামাল, ৭১ ভিশনের নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম সহ স্থানীয় দুই শতাধিক জনতা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন