নীলফামারীর প্রবীণ সাংবাদিক মোজাহিদ বিন খয়রাত আর নেই

  19-08-2017 09:24PM

পিএনএস, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর প্রবীণ সাংবাদিক মোজাহিদ বিন খয়রাত(৭২) আর নেই। শনিবার সন্ধ্যায় জেলা শহরের থানা পাড়াস্থ নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ভাই, ৫বোন ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৫৬ সালে যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী প্রয়াত খয়রাত হোসেনের দ্বিতীয় পুত্র ছিলেন মোজাহিদ বিন খয়রাত। নীলফামারী পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান জানান, দীর্ঘদিন থেকে তিনি জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। বাড়িতেই চিকিৎসা চলছিলো তার। এছাড়াও তিনি পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরও ছিলেন।

মোজাহিদ বিন খয়রাত দৈনিক আমাদের সময় পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দৈনিক দেশ পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করলেও দৈনিক বাংলা বাজারসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছিলেন তিনি। ছিলেন নীলফামারী প্রেসক্লাবের উপদেষ্টাও।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর, সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সংসদ সদস্য শওকত চৌধুরী, সংসদ সদস্য গোলাম মোস্তফা, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলসাগর গ্রুপ চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মারুফ জামান কোয়েল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন