করতোয়া নদীর পানি বেড়ে গোবিন্দগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

  19-08-2017 09:33PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় কোন কোন নদীর পানি সামান্য কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তি রয়েছে। এছাড়া গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, এদিকে গোবিন্দগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নের হাওয়াখানা এলাকায় করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ১শ’ মিটার জায়গা ভেঙ্গে যাওয়ায় গোবিন্দগঞ্জ পৌরসভা এবং ফুলবাড়ি ইউনিয়নের অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। এছাড়া মহিমাগঞ্জ ইউনিয়নের চরপাড়া বালুয়া এলাকায় বাঙ্গালী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিস্তীর্ণ এলাকা ভেঙ্গে যাওয়ায় কোচাশহর, শালমারা, শিবপুর, মহিমাগঞ্জ, রাখালবুরুজ, কামারদহ ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রঘুনাথপুরে করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধ্বস দেখা দিলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পানি উন্নয়ন বোর্ড বিকল্প বাঁধ তৈরী করে ভাঙ্গন পরিস্থিতি রক্ষা করতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে এইসব এলাকার শত শত একর ফসলি জমি ও অসংখ্য ঘরবাড়ী ডুবে গেছে।

অন্যদিকে গত চারদিন ধরে করতোয়া নদীর পানির তীব্র স্্েরাত গোবিন্দগঞ্জের গোবিন্দগঞ্জ-ফুলবাড়ি-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। জেলা প্রশাসন সূত্র গেছে, দ্বিতীয় বন্যায় জেলার ৭ উপজেলার ৫৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪ লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।

এদিকে ব্রহ্মপুত্র-যমুনা, ঘাঘট ও তিস্তার পানি অনেকটা কমে যাওয়ায় গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘন্টায় করতোয়া নদীর পানি ৮ সে.মি বৃদ্ধি পেয়ে কাটাখালি পয়েন্টে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন