ডিমলায় বেসরকারী শিক্ষক কর্মচারী ফরামের কমিটি গঠন

  19-08-2017 10:08PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষার জন্য, এসো সেবার জন্য বেরিয়ে যাও, প্রাণের দাবী পূরণে, এসো মিলে প্রাণের কন্ধনে” সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় গতকাল বিকালে ডিমলা ইসলামিয়া ডিগ্রী মহ-বিদ্যালয়ের অডিটরিয়াম হল রুমে বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ঢাকা কেন্দ্রীয় বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের সহ-সভাপতি মোঃ গোলজার হোসেন, বিষেশ অতিথি যুগ্ন মহা-সচিব মোঃ আলী বাবর, স্থানীয় শিক্ষকদের মধ্যে সিনিয়র শিক্ষিক মোঃ গোলাম রব্বানী প্রধান, (প্রভাষক) মোঃ আব্দুর রহমান, ডালিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোঃ মোসলেম উদ্দীন, জটুয়াখাতা স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ নূরআলম, জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক মোঃ জুয়েল রানা, ইসলামিয়া ডিগ্রী মহা-বিদ্যালয়ের প্রভাষক মোঃ সেলিম জাহাঙ্গীর প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা বেসরকারী শিক্ষক কর্মচারী ফরামের মোঃ সেলিম জাহাঙ্গীর সভাপতি ও মোঃ জুয়েল রানাকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ঠ একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

আলোচনায় বক্তারা বলেন, জাতীয় করণের ঘোষনা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব, আমরা আজকের এই সভার কার্য থেকে আগামী মাসের ২১ তারিখ সারা দেশের বেসরকারী শিক্ষক কর্মচারীরা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্দোলন গড়ে তুলে অনশন ধমৃঘট করা হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন