শেরপুরের বিশালপুর ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা সুবোধ চন্দ্র সরকার আর নেই

  21-08-2017 09:57PM

পিএনএস, শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতা সুবোধ চন্দ্র সরকার আর নেই। তিনি সোমবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে বাড়ি ফেরার পথে পরলোকগমন করেন। তাঁর বয়স হয়েছিল ৫৫বছর। প্রয়াত সুবোধ চন্দ্র সরকার দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আজ দুপুরের পর এই ইউপি চেয়ারম্যানের মৃতদেহ বিশারপুর গ্রামস্থ বাসভনে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

এছাড়া তাঁকে একনজর দেখতে এবং শেষ শ্রদ্ধা জানাতে ছুটে যান রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে প্রয়াত ইউপি চেয়ারম্যান সুবোধ চন্দ্র সরকারের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান, বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আব্দুস সাত্তার, সহ-সভাপতি মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, পৌর আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম মজনু, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো, আ.লীগ নেতা শাহজামাল সিরাজী প্রমুখ।

উল্লেখ্য: প্রয়াত সুবোধ চন্দ্র সরকার ২০১৬সালের ৭মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়ে বিশালপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন