জামালপুর, দিনাজপুর ও নীলফামারীর বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ

  21-08-2017 10:01PM

পিএনএস : দেশের উত্তরবঙ্গসহ বিভিন্ন অঞ্চলের কোটি কোটি মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। বন্যায় অসহায় মানুষের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদসহ আরো তিনটি ত্রাণ টিম ত্রাণ বিতরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে গতকাল জামালপুরের বিভিন্ন উপজেলায় বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, শুকনো খাবার, বিশুদ্ধ পানি বিতরণ করেন এসময় ছাত্রনেতা শরীফুল ইসলামসহ জামালপুর জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজ (সোমবার) কুড়িগ্রামের ভোগডাঙ্গা, যোগাদহ, পাঁচগাছি,যাত্রাপুরসহ নাগেশ্বরীর কয়েকটি ইউনিয়নে নগদ অর্থ, শুকনো খাবার, বিশুদ্ধ পানি বিতরণ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন আন্দোলনের জেলা সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারী মাওলানা আব্দুল কাদের, নূর মোহাম্মদ, যুবনেতা আসাদুজ্জামান রিপন, ছাত্রনেতা শরীফুজ্জাজামান সিদ্দিকী।

এসময় তিনি বলেন, দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত না থাকায় মানুষ অসহায় জীবন যাপন করছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকলে কোন মানুষকে এভাবে অসহায় ও কষ্টে দিনাতিপাত করতে হতো না। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে সারাদেশে ত্রাণ কার্যক্রম চলছে এবং চলতে থাকবে। এছাড়াও আজ আরো ২টি ত্রাণ টিম কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের নেতৃত্বে দিনাজপুরের উদ্দেশ্যে এবং শ্রমিকনেতা মাওলানা খলিলুর রহমানের নেতৃত্বে অপর ১টি ত্রাণ টিম নীলফামারীর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন